সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীর হাউজিং এষ্টেটে ৫০ কেজি গাঁজাসহ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৩, ২০২৩
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের নুরপুর হাউজিং এস্টেট  এর  স্বপ্নের ছায়া নামক একটি বাড়ির উত্তর পার্শ্বে নির্মাণাধীন পরিত্যক্ত ছাদ বিহীন বিল্ডিংয়ের  সামনে জঙ্গলের ভিতর থেকে ৫০ কেজি গাঁজাসহ মোহাম্মদ হাসান জিসান (২৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১২ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া মোহাম্মদ হাসান জিসান সদরের কুচাইতলী এলাকার আব্দুল হালিমের ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশ নুরপুর হাউজিং এস্টেট সাকিনস্থ স্বপ্নের ছায়া নামক একটি বাড়ির উত্তর পার্শ্বে নির্মাণাধীন পরিত্যক্ত ছাদ বিহীন বিল্ডিং এর সামনে জঙ্গল এর ভিতর  থেকে  মোহাম্মদ হাসান জিসানকে আটক করে। এ সময় তার কাছ থেকে  ২ টি প্লাষ্টিকের বস্তার ভিতর হইতে খাঁকি কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৫  পোটলার ভিতর থেকে ৫০ কেজি গাঁজা  জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে   আবু হানিফ অপু (৩৪) নামের আরেক যুবক পালিয়ে যায় ।  অপু কাটাবিল সর্দার বাড়ির শাহজাহান মিয়ার ছেলে।

গ্রেফতার হওয়া  মোহাম্মদ হাসান জিসান এর বিরুদ্ধে পূর্বের মাদক, ডাকাতিসহ ৭টি মামলা এবং পলাতক আসামী আবু হানিফ অপুর বিরুদ্ধে পূর্বের অস্ত্র, মাদক, মারামারির ১১টি মামলা বিচারাধীন আছে।

এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন