শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগর পৌরসভায় নৌকার বিজয় নিশ্চিত করতে বর্তমান ও সাবেক এমপি’র দুই গ্রুপ ঐক্যবদ্ধ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৮, ২০১৯
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগরঃ
ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের সাবেক ও বর্তমান এমপি’র বিবদমান দুই গ্রুপের নেতারা আবারও একত্রিত হয়ে যেকোন মূল্যে নৌকাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে নবীনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে “নৌকাকে বিজয়ী করতে আমাদের কি করণীয়” শীর্ষক এক কর্মী সভায় দ্বিধাবিভক্ত দুই গ্রুপের শীর্ষ নেতারা ভোটারদের প্রতি এই আহবান জানান।
নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন আহমেদ নসুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট শিব শংকর দাস, উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল, মো. জসিম উদ্দিন, এড. সুজিত কুমার দেব, জহির উদ্দিন চৌধুরী শাহান, মো. শফিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের আহবায়ক নুরুন্নাহার বেগম, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, হোসেন মৃধা, আশরাফুল ইসলাম রিপন সহ আরো অনেকে। সভা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা ও সাবেক জিএস মো. খাইরুল আমীন।

সভায় উপজেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বিবদমান দুই গ্রুপের নেতাকর্মীদেরকে স্বত:স্ফুর্তভাবে একত্রিত হয়ে নৌকার প্রার্থীকে সঙ্গে নিয়ে উপজেলা সদরে নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ করতে দেখা যায়। আগামি ১৪ অক্টোবর নবীনগর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসংগত, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল ও বর্তমান সাংসদ এবাদুল করিম বুলবুলের অনুসারীরা স্থানীয় আওয়ামীলীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিভক্ত থাকলেও, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন ঐক্যবদ্ধ হয়েছেন।

আর পড়তে পারেন