শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় শিক্ষকের উপর হামলা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩১, ২০২২
news-image

 

মো: বশির আহমেদ:

কুমিল্লার নাঙ্গলকোটে এক শিক্ষকের উপর একদল দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল আনুমানিক ১০ টার সময় ঢালুয়া ইউপির মন্নারা আলহাজ্ব ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয় এলাকায়।

দুর্বৃত্ত্বের হামলায় আহত হন, মন্নারা আলহাজ্ব ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক কামারুজ্জামান কামাল।

এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা বক্সগঞ্জ- ঢালুয়া- বাঙ্গড্ডা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ফারহানা ইয়াছমিন বলেন, তিনি বাদী হয়ে অভিযুক্ত বটতলী ইউপির কাশিপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে রাকিব হোসেনসহ (১৯) অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত স্কুল শিক্ষক কামারুজ্জামান কামাল বলেন, সকাল ১০ টার সময় কিছু বহিরাগত বখাটেরা স্কুলের ছাত্রীদেরকে ইভটিজিং করে আসছে। তখন তারা আমার কাছে অভিযোগ দেন। এ সময় স্কুলের পাশে অবস্থানরত বখাটেদেরেকে বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে তারা আমার উপর হামলা চালায়। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারি. একজন কাশিপুর গ্রামের রাকিব। অন্যদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

এস এস সি পরিক্ষার্থী কয়েকজন শিক্ষার্থীরা বলেন- আগামী ২৪ ঘন্টার মধ্যে বখাটেদের আটক করা না হলে কঠোর কর্মসুচী দেয়া হবে।

নাঙ্গলকোট থানার ওসি মো: ফারুক হোসেন সাংবাদিককে বলেন, আগে আপনি তদন্ত করে দেখেন। তারপর অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি । সাথে সাথে পুলিশ পাঠিযেছি।

আর পড়তে পারেন