শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোট উপজেলায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০১৭
news-image

 

প্রেস বিজ্ঞপ্তিঃ
২০ সেপ্টেম্বর বুধবার জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে নাঙ্গলকোট উপজেলার বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মীর হোসেন আহসানুল কবীর, সিনিয়র তথ্য অফিসার, কুমিল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদ হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, নাঙ্গলকোট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল হোসেন, সভাপতি, উপজেলা আওয়ামীলীগ, নাঙ্গলকোট, লুৎফুর রহমান ভূইয়া, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার, নাঙ্গলকোট, মো: আ. ন. ম সিরাজুল আলম, চেয়ারম্যান, ৯নং দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ, নাঙ্গলকোট ও বেগম লায়লা আঞ্জুম বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নাঙ্গলকোট। আরো উপস্থিত ছিলেন হোসাইন আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, মো: সাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, নাঙ্গলকোট, আবু জাফর কোম্পানী, সভাপতি, স্কুল পরিচালনা কমিটি, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লোকমান হোসেন মেম্বার, সাবেক সভাপতি, স্কুল পরিচালনা কমিটি, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মো: তাজুল ইসলাম, প্রধান শিক্ষক, বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সমাবেশে বক্তাগন মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ এর বিস্তারিত বর্ননা করে বলেন এই উদ্যোগগুলোকে যা শেখ হাসিনা বিশেষ উদ্যোগ নামে ব্র্যান্ডিং করা হয়েছে, তা বাস্তবায়ন হলে রূপকল্প ২০২১ ও এসডিজি অর্জন করা কোন কঠিন কাজ হবে না। বক্তাগন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা বাংলাদেশের ন্যায় নাঙ্গলকোট উপজেলায় সড়ক যোগযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনানুযায়ী নাঙ্গলকোট উপজেলায় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। এখানকার এমন কোন গ্রাম নেই সড়ক যোগাযোগের আওতায় আসে নাই। বাংলাদেশের মাথা পিছু আয় এখন ১৬০২ মার্কিন ডলার এবং জিডিপি প্রবৃদ্ধি ৭.২৪ শতাংশ। এ সরকারের আমলে নারীদের ব্যাপকভাবে ক্ষমতায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় ‘শেখ হাসিনা বিশেষ উদ্যোগ’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচি গ্রহণের ফলে রূপকল্প-২১ বাস্তবায়ন করা সম্ভব হবে। বক্তাগণ বলেন সমাজের সকলের সচেতনতায় জঙ্গিবাদ ও সন্ত্রাস অনেকাংশে নিমূল করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মূল উৎপাটনের জন্য সকলকে পারিবারিক বন্ধনকে আরো দৃঢ় করার ও বিশেষভাবে তরুন সমাজের নিকট ইসলামের প্রকৃত বানী পৌঁছে দেয়ার আহবান জানানো হয়। মহিলা সমাবেশের শুরুতে সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

আর পড়তে পারেন