রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে নতুন বার্তা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৮, ২০২৩
news-image

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের নির্বাচন নিয়ে নতুন বার্তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। তিনি বলেছেন, আগামী বছরের মার্চ পর্যন্ত নির্বাচন পেছাতে পারে। খবর জিও নিউজের।

সোমবার (৭ আগস্ট) এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাউন্সিল অব দ্য কমন ইন্টারেস্টে (সিসিআই) নতুন জনশুমারি অনুমোদন ও নির্বাচন কমিশনের (ইসিপি) সংসদীয় এলাকা পুনর্নির্ধারণের জন্য এ নির্বাচন পেছাতে পারে।

তিনি বলেন, সংসদীয় সীমানা নির্ধারণের পর ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ বা মার্চের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

শনিবার (৫ আগস্ট) সিসিআইয়ের বৈঠকে সর্বসম্মতভাবে ২০২৩ সালের ডিজিটাল জনশুমারির একটি প্রস্তাবনা গৃহীত হয়। যার ফলে চলতি বছরের অক্টোবরের শুরুতে বা নভেম্বরে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও সেটি পেছাতে পারে। কেননা নির্বাচন কমিশনের জনশুমারি অনুসারে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের বাধ্যবাধকতা রয়েছে।

সিসিআইয়ের বরাতে সানাউল্লাহ বলেন, আমার মতে নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণ হলো সাংবিধানিক বাধ্যবাধকতা। সাংবিধান অনুসারে, একটি জনশুমারির ভিত্তিতে দুটি নির্বাচন হতে পারে না। ফলে নির্বাচনের জন্য নতুন শুমারি প্রয়োজন। এজন্য নির্বাচন পেছাতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর বাসভবনে জোট শরিকদের সঙ্গে এক নৈশভোজে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মেয়াদ শেষের আগেই সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, পাকিস্তানের সংসদের জাতীয় পরিষদ আগামী ৯ আগস্ট ভেঙে দেওয়া হবে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, স্বাভাবিকভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।

তবে গত শনিবার (৫ আগস্ট) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশটির নির্বাচন নিয়ে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তোশখানা মামলায় ইমরান খান সাজাপ্রাপ্ত হয়ে গ্রেপ্তারের ফলে তার নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। কেননা দেশটির সংবিধান অনুসারে কোনো রাজনীতিবীদ অপরাধী সাব্যস্ত হলে পাঁচ বছর রাজনীতি করবে না। এরই মধ্যে নির্বাচন পেছানোর বিষয়ে নতুন বার্তা দিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

আর পড়তে পারেন