শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২, ২০২২
news-image

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নতুন ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.গোলাম কিবরিয়া (৩০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের সমিতি বাজার মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

সে উপজেলার ১নং চরজুবলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ব্যাগ্যা গ্রামের মোজাহেরের বাড়ির মো.মোজাহের আহমদের ছেলে। স্থানীয় সমিতি বাজার মাদরাসার সহকারি শিক্ষক ছিলেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে শিক্ষক কগোলাম কিবরিয়া নতুন একটি ঘরে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। খোঁজ নিয়ে জানা যায়, তিনি যখন ঘরে বিদ্যুতের লাইন সংযোগ দিচ্ছেন তখন বিদ্যুৎ ছিলনা। তিনি হাত দিয়ে ধরে তড়িঘড়ি করে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার চেষ্টা করে ছিলেন। এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে এলে তিনি ওই বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে এশার নামাজের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আর পড়তে পারেন