শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা  

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২২, ২০২২
news-image

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কানকিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার জেলা কার্যালয়।

ভুয়া চিকিৎসকের নাম রতন সূত্রধর (৩৪) সে উপজেলার কানকিরহাট বাজার এলাকার রসরাজ সূত্রধরের ছেলে ।

নোয়াখালী ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.কাউছার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া চিকিৎসক রতন সূত্রধরের চেম্বারে অভিযান চালানো হয়। তিনি চিকিৎসক পরিচয় দিয়ে চেম্বার খুলে ভিজিট নিয়ে সাধারণ মানুষকে চিকিৎসার নামে ঠকিয়ে আসছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আর পড়তে পারেন