শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশ সাপ্তাহ; দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেলো কুমিল্লা জেলা পুলিশ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৯, ২০২০
news-image

 

 

অনলাইন ডেস্কঃ

অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ পুলিশের যেসব জেলা ও ইউনিট বিশেষ অবদান রেখেছে সেসব ইউনিটকে ৬টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।

 

২০১৯ সালের সাফল্য বিবেচনা করে প্রত্যেক ক্যাটাগরিতে তিন ইউনিটকে পুরস্কৃত করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে মঙ্গলবার এ পুরস্কার দেয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ইউনিট প্রধানকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট দেন আইজিপি।

 

৬টি ক্যাটাগরীর মধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অবদান রাখার জন্য ২টি ক্যাটাগরিতে কুমিল্লা জেলা পুলিশ পুরস্কৃত হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ও কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

আর পড়তে পারেন