শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্যানেল মেয়র সোহেল হত্যা: কাউন্সিলর বাবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ চলছে

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৭, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫০) ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে (৬০) গুলি করে হত্যার মামলার জিজ্ঞাসাবাদের জন্য নগরীর ১৬নং ওয়ার্ডে কাউন্সিল জাহাঙ্গীর আলম বাবুলকে সকালে জেলা ডিবি কার্যালয়ে আনা হয়।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) ও পুলিশের পরিদর্শক মনজুর কাদের ভূঁইয়া।

সোমবার(৬ডিসেম্বর) বিকেলে এ মামলার চার আসামিকে কুমিল্লার আদালতে তোলা হয়। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চন্দন কান্তি নাথ তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন মামলাটি ডিবিতে (জেলা গোয়েন্দা) কাছে হস্তান্তর করা করেন।

আদালত সূত্রে জানায় যায়,এদিন দুই-এক দিনের মধ্যে মামলার সব নথি হস্তান্তর করা হবে। এই মামলায় এজাহারনামীয় পাঁচজন ও সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত,গত ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও চারজন গুলিবিদ্ধ হন। ঘটনার পরদিন নিহত কাউন্সিলরের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আর পড়তে পারেন