মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গোপসাগর থেকে মালয়েশিয়াগামী ৩৩ রোহিঙ্গা আটক

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগর থেকে নারী ও শিশুসহ ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে ‘বানৌজা আলী হায়দার’ নামে নৌবাহিনীর জাহাজ।

নৌ বাহিনীর সেন্টমার্টিন স্টেশনের গোয়েন্দা কর্মকর্তা রাকিব জানান, সবার চোখ ফাঁকি দিয়ে সাগরপথে ট্রলারবোঝাই একটি রোহিঙ্গার দল মালয়েশিয়া পাড়ি দিচ্ছিল। সেন্টমার্টিন দ্বীপে উত্তর-পশ্চিমে দুই নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় মালয়েশিয়াগামী একটি ট্রলারে ৫ মাঝিমাল্লাসহ ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও একজন শিশু। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে, উদ্ধার মালয়েশিয়াগামী ৫ মাঝিমাল্লাসহ ৩৩ জন রোহিঙ্গাকে কোস্টগার্ডের তত্ত্বাবধানে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে নিয়ে এসে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়।

আর পড়তে পারেন