বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় এইচ এস সি পরিক্ষার ফলাফল বিপর্যয়ঃ শিক্ষক,অভিবাবকসহ হতাশ শিক্ষার্থীরা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৫, ২০১৭
news-image

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়া উপজেলায় এবারের এইচ এস সি পরিক্ষার ফলাফল বিপর্যয় হয়েছে। এতে শিক্ষক,অভিভাবকসহ হতাশ শিক্ষার্থীরা।
ফলাফলে দেখা যাচ্ছে,খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১০১ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে পাশ ৮৮ জন। জিপিএ-৫ নাই । আগানগর ডিগ্রি কলেজ থেকে ৩২০ জন অংশগ্রহন করে পাশ ১৫১ জন। জিপিএ-৫ নাই। বেগম জহিরা মহিলা কলেজ থেকে ৫৫ জন অংশ গ্রহন করে পাশ ২ জন। বরুড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ থেকে ৬০৩ জন অংশগ্রহন করে পাশ ২২৮ জন। উপজেলার সবচেয়ে ভাল ফলাফল করেছে ছোট তুলাগাঁও মহিলা কলেজ। উক্ত কলেজ থেকে ৭৮ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ৭৮ জন পাশ। জিপিএ-৫ পেয়েছে ৯ জন।বরুড়ার অন্যানো কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায় নি ।
এবারের এইচ এস সি পরিক্ষায় বরুড়ায় ২১১২ জন পরিক্ষার্থী অংশগ্রহন করেছে এদের মধ্যে ১০৮১ জন পাশ করেছে। বরুড়ায় পাশের হার ৫১.১৮%।
অপরদিকে মাদ্রাসার ফলাফলে দেখা যায়, বেশির ভাগ ছাত্র ছাত্রী কোন রকম পাশ করেছে। আলিম পরিক্ষায় উপজেলার ১২ টি মাদ্রাসায় ৩০৮ জন পরিক্ষার্থী অংশগ্রহন করে ২৫২ জন পাশ করেছে ।বরুড়া সুন্নিয়া মাদ্রাসায় ১জন ,চালিতাতলী দারুসুন্নাহ্ আলিম মাদ্রাসায় ১ জন জিপিএ-৫ পেয়েছে।

 

আর পড়তে পারেন