শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় করোনা সন্দেহে নারীসহ আরো দুইজনের নমুনা সংগ্রহ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৭, ২০২০
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে এক নারী ও একজন পুরুষের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সের টেকনেশিয়ান ফরিদা আক্তার তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। গত মার্চ মাসেও ঢাকা থেকে আইইডিসিআর এর একজন প্রতিনিধির মাধ্যমে নমুনা সংগ্রহ করার পর পরীক্ষায় ফলাফল নেকেটিভ পাওয়া যায়। এ পর্যন্ত বরুড়ায় তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত সোমবার নতুন দুইজনকে হাসপাতালে ডেকে এনে নমুনা সংগ্রহ করায় কর্মরত চিকিৎসক ও নার্সদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিশাত সুলতানা বলেন, আমরা নতুন করে আরো দুইজনের নমুনা সংগ্রহ করেছি। দুই একদিনের মধ্যে পরীক্ষার রির্পোট আমাদের কাছে এসে পৌছাবে। এছাড়াও গত মার্চের শুরুর দিকে একজনের নমুনা সংগ্রহ করার পর রির্পোট নেগেটিভ পাওয়া যায়।

আর পড়তে পারেন