বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় পুকুরের ডুবে মিমহা নামের শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৩, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার বরুড়ার খোশবাসে বুধবার(১২ জুন) বিকাল সাড়ে চারটায় মিমহা(৩) নামে এক কণ্যা শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়।

সে খোশবাস ইউনিয়নের ইলাশপুর গ্রামের মিঠাই ব্যাবসায়ী হাজী গনি মিয়ার নাতনী ও মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের একমাত্র কণ্যা সন্তান।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়,বুধবার বিকাল সাড়ে চারটায় বাড়ির পাশের পুকুরে মিমহার দেহ ভেসে উঠলে তাকে বাড়ির লোকজন উদ্ধার করে প্রথমে বরুড়া হাসপাতালে নিয়ে তাকে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে কিন্তু মনকে বুঝাতে পারছে না তার পরিবার। বেঁচে আছে বিশ্বাসে আবার তাকে কুমিল্লা হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত ডাক্তারও তাকে মৃত ঘোষনা করেন।
তার মৃত্যুতে পরিবারসহ পুরো বাড়িতে শোকের ছায়া নেমে আসে।।

৩নং উঃ খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার ঘটনার সত্যেতা নিশ্চিত করে বলেন,”আপনারা সবাই আপনাদের যার সন্তানদের প্রতি সচেতন হোন।এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কারোর কাম্য নয়।আমি শিশুটির পরিবারের জন্য দোয়া করি তারা যেন এ শোক সইতে পারে।তার রুহের মাগফেরাত কামনা করি”।

আর পড়তে পারেন