সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচং বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৭, ২০২৪
news-image

কুমিল্লা প্রতিনিধি:

মঙ্গলবার বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম সোহেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছায়েদুল ইসলাম এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক বশীর আহমেদ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসর প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিকুর রহমান, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, মোঃ তাজুল ইসলাম জুজু, আব্দুল ওয়াদুদ মেম্বার, মেঃ গোলাম জিলানী বাবুল চৌধুরী, পপন সরকার, মোঃ রুবেল করিম, মোঃ ধনু মিয়া, মোস্তফা কামাল, মোঃ মুমিনুল ইসলাম মাষ্টার, মজিবুর রহমান মাষ্টার, মোঃ সালাহ উদ্দিন ও আশিকুর রহমান।

আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী মোঃ অহিদ মিয়া, পরিচালনা কমিটির সদস্য আলী আহাম্মদ মাষ্টার, জামশেদ আলম, মোঃ হুমায়ুন কবির, গোলাম নবী, দেলোয়ার হোসেন খন্দকার, নাসরিন আক্তার, সহকারী শিক্ষক যথাক্রমে মোঃ নজরুল ইসলাম, এস এম মিজানুর রহমান, মোঃ গিয়াস উদ্দিন, মোসাঃ শাহানাজ আক্তার, মরিয়ম বেগম, কাজী নাজমুল হক তাইম, মোঃ আবুল খায়ের, মোসা. আসমা আক্তার, মোসা. মাসুদা আক্তার প্রমূখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি মেঃ শরিফুল ইসলাম সোহেল কে প্রধান শিক্ষক মোহাম্মদ ছায়েদুল ইসলাম সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আর পড়তে পারেন