বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় পুকুরে বিষ ঢেলে প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের মাছ মারার অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩, ২০১৯
news-image

 

সাকিব আল হেলালঃ
কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি (উঃ) ইউনিয়নের দীঘলগাঁও গ্রামে বুধবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে বিষ ঢেলে পুকুরের মাছ মারার অভিযোগ পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৬৮ শতক জায়গায় উপড় পুকুর কেটে বরুড়া উপজেলার শিলমুড়ি(উঃ) ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের মোঃআব্দুল বারেকের ছেলে মোঃআবু জাফর দীর্ঘ ৫ বছর যাবৎ তলাপিয়া, ব্রিগেড, সিলভার কার্প, রুই, মৃগেল, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।কিন্তু গতকাল পূর্ব শত্রুতার জের ধরে পুকুরের পানিতে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুইমাস পূর্বেও আরো একবার বিষ প্রয়োগে মাছ মেরেছিল।তখন প্রায় ৭০ হাজার টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছিল।

পুকুরের মালিক ক্ষতিগ্রস্থ মোঃ আবু জাফর বলেন, আমি কখনো কারোর ক্ষতি করিনি। আমার এ অবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে।আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই”।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু ইসহাক বলেন, এই অমানবিক বিষয়টি খুবই দুঃখজনক। এমন অপরাধের জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে”।

এ ব্যাপারে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন,এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেন নি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করিবো”।

আর পড়তে পারেন