শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৪, ২০১৭
news-image

এম.ডি আজিজুর রহমান:
কুমিল্লার বরুড়া পৌর এলাকার দেওড়া গ্রামে বৃহস্পতিবার (১৩ জুলাই) বিদ্যুৎপিষ্ট হয়ে ৩ সন্তানের জননী নিহত হয়। জানা যায়, প্রতিবেশি রুহুল আমিন তার নির্মানাধীন ভবনের ছাদে বাঁশ দিয়ে, বিদ্যুতের ২২০ বোল্ডের লাইন দুটি উপরের দিকে উঠিয়ে রাখে। এতে নেগেটিভ পজেটিভ এক হয়ে, বাবুল গাজীর বসত ঘরসহ মিটারে সমস্যা দেখা দেয়। ঘটনার দিন সকাল ০৭ টার দিকে নিজ বাড়ির রান্না ঘরে কাজ শেষে বসত ঘরে প্রবেশের সময় শাহানার বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। নিহত শাহানারা (৩৫) বেগম দেওড়া গ্রামে ৯নং ওর্য়ডের বাসীন্ধা বাবুল গাজীর স্ত্রী। তার দুই ছেলে এক মেয়য়ে রয়েছে। শাহানারা বেগমের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় ও তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।
বরুড়া পৌর এলাকায় মোঃ কাউসার (১৬) নামের এক কিশোর বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। শুক্রবার (১৪ জুলাই) দুপর বেলায় উপজেলার পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের পুরান কাদবা গ্রামে এ দুঘর্টনা ঘটে। নিহত মো. কাউসার উপজেলার পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের পুরান কাদবা গ্রামের মৃত. মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, কাউসার তার আত্বীয়ের বাড়িতে যাওয়ার পথে জমির বিদ্যুতায়িত পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। উল্লেখ্য যে, গত ১১ জুলাই পুরান গ্রামে উত্তর পাড়ায় ৪২ টি পরিবারের মাঝে বিদ্যুতের নতুন সংযোগ প্রদান করা হয়। ওই সময় বিদ্যুতের খুটির টানা তারে বিদ্যুতের পেইজ সংযোগ দেওয়া হয়। এতে বিদ্যুতের তারে জমির পানি বিদ্যুতায়িত হয়ে সাপ ,কুকুর বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এ ঘটনা দেখে স্থানীয় লোকজন বিদ্যুৎ অফিসকে অবহিত করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

আর পড়তে পারেন