বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতাসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠান

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৭, ২০২১
news-image

 

তাসীন তিহামী, তিতাস :
কুমিল্লার তিতাসে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে বাস্তবায়িত আইপিএম কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুন) বিকেলে উপজেলার মজিদপুর ব্লকের মজিদপুর (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা কৃষি অফিসার মো. সালাহউদ্দিন।

তিতাস উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আতিকুর রহমান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আমজাদ হোসেন চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন মজিদপুর ব্লকের কৃষি উপ-সহকারী মো. ইব্রাহিম, ৬ং ওয়ার্ডের মেম্বার আবদুল আজিজ, ৫ং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. নেকবর আলী, ফজর আলী ভুঁইয়া, আবদুস সাত্তার ভুঁইয়া, রাজা মিয়া, ওয়াসিম মিয়া, বাদশা মিয়া, ছেতু মিয়া প্রমুখ।

পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

আর পড়তে পারেন