শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় বেকারত্ব দূরীকরণে হাঁস পালন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৪, ২০১৭
news-image

এম.ডি আজিজুর রহমান,বরুড়া:

কুমিল্লার বরুড়া উপজেলার আদমপুর গ্রামে হাঁস বিক্রি করে সাবলম্বী হচ্ছে হতদরিদ্র পরিবারের মানুষেরা। ক্রমান্বয়ে দুর হচ্ছে বেকারত্ব। জানা যায়, উপজেলার আদমপুর গ্রামের কিছু যুকব প্রথমে অল্প পরিসরে হাঁসের ব্যবসা শুরু করে। এটি লাভজনক হওয়ায় আস্তে আস্তে এ ব্যবসার পরিধি বাড়তে থাকে। ইদানিং দেখা যায়, আদমপুর গ্রামের কিছু সংখ্যক মধ্যবিত্ত পরিবারে সদস্যরা এ হাঁস ব্যবসা বানিজ্যিক ভাবে শুরু করেছেন। এতে করে উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫ শতাধিক বেকার যুবক হাঁস ব্যবসা শুরু করেছে। বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যবসায়ীরা বাকিতে হাঁস নিয়ে পালন করে উপজেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি করে মহাজনদের কাছে এসে টাকা বুঝিয়ে দেয়। এভাবে অনেক বেকার যুবক মুখ পরিচয়ের মাধ্যমে বিনা পুঁজিতে ব্যবসা করে যাচ্ছে। বর্তমানে বরুড়ায় যারা এ হাঁস আমদানী করছে এদের মধ্যে রয়েছে মো. রুবেল, মো. তুফাজ্জল, মো. এমরান, মো. ফজল হক, মো. ফকির মিয়া ঊল্লেখযোগ্য। এসব হাঁস বাংলাদেশের নেত্রকোনা, সিলেট, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আমদানী করা হয়। জুন মাসে হাঁস ও জানুয়ারী মাসে হাঁসের বাচ্চা সংগ্রহ করা হয়। হাঁস ব্যবসায় রুবেল মিয়া জানান, ধার দেনা করে হাঁস আমদানী করতে হয়। যার ফলে ব্যবসার লাভের একটা অংশ সুবিধাভোগীরা ভোগ করে। সরকারের স্বল্প ঋণের ব্যবস্থা থাকলে হাঁস আমদানীতে ব্যাপক লাভ হতো।

আর পড়তে পারেন