শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় রোহিঙ্গা মুসলিম গনহত্যা ও নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৮, ২০১৭
news-image

এম.ডি আজিজুর রহমান:
কুমিল্লার বরুড়ায় সোমবার আহলে সুন্নাত ওয়াল জামাআত, বরুড়া উপজেলা শাখার উদ্যোগে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা ও অমানবিক নির্যাতন বন্ধের দাবীতে বরুড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরুড়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে র‌্যালিটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে বরুড়া মধ্যম বাজারে এসে বরুড়া প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন বরুড়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরী। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীরা।

বক্তারা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের গনহত্যা, অমানবিক নির্যাতন ও সহিংসতার তীব্র নিন্দা এবং অং চাং সূচির শান্তিতে নোভেল পুরস্কার বাতিল করার জন্য আহবান জানান । এছাড়া বাংলাদেশে আসা স্বরনার্থী রোহিঙ্গা মুসলিমদের পাশে দাড়ানোর জন্য দেশের সকল শ্রেনী পেশা মানুষের প্রতি উদার্ত আহবান জানান।

 

 

আর পড়তে পারেন