বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় লকডাউন বাস্তবায়নে প্রশাসন তৎপর

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১, ২০২১
news-image

 

বরুড়া প্রতিনিধি:

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় প্রথমদিনের লকডাউন বাস্তবায়নে প্রশাসন ছিল বেশ তৎপর।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকেই বরুড়া পৌরসদর বাজার, আমড়াতলী, আড্ডা, ঝলমসহ উপজেলার বিভিন্ন বাজারে প্রথমদিনের লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান।

সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান জানান, আমরা ভোর ৬টা থেকে মাঠে আছি। আমাদের সাথে কুমিল্লা থেকে আগত একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আছেন। পুলিশের ৪টি টিম মাঠে কাজ করছে। পর্যবেক্ষনের সময় দুইজনকে মাস্ক পরিধান না করায় এবং ৬ টা মামলায় ১৯০০/- টাকা জরিমানা করা হয়।

আর পড়তে পারেন