বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০১৮
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া:
ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে কুমিল্লার বরুড়ায় ২ দিন ব্যাপী বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক হাজী জুনাব আলী। সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে বর্ণিল আয়োজনে র‌্যাফেল ড্র মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল, স্বারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ রুহুল আমিন, অনুপ্রাণন বক্তা বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হক, স্বাগত বক্তব্য রাখেন সড়ক ও জনপথ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার, বক্তব্য রাখেন ডিআইজি সেলিম মোঃ জাহাঙ্গীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ কাঞ্চন, দশম শ্রেনীর শিক্ষার্থী হালিমা আক্তার নিতু। এসময় উপস্থিত ছিলেন টেরিপ কমিশনের যুগ্ম সচিব ড. নেয়ামত উল্লাহ্ ভূইয়া, প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-সচিব শাহ্ আলম, অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট কেশব রায় চৌধুরী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক সুজাত আলী, বরুড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল খালেক চৌধুরী, ১ম ব্যাচের মেধাবী শিক্ষার্থী সৈয়দ রেজাউল হক রেজু, পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, সাবেক মেয়র বাহাদুরুজ্জামান প্রমুখসহ বিদ্যালয়ের কয়েক হাজার মেধাবী শিক্ষার্থীবৃন্দ। আজ শনিবার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আর পড়তে পারেন