শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১১, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল­ার বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মঈনুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ উঠেছে।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে বিভাগীয় কমিশনার বরাবর মঈনুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে একটি নোটিশ প্রকাশ করেছে কুমিল­া স্থানীয় সরকার বিভাগ।

উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, মঈনুল ইসলামের বিরুদ্ধে পাওয়া এসব অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তদন্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে সাক্ষ্য প্রমাণাদিসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মঈনুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করা হয়েছে।

আর পড়তে পারেন