মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশি ক্রিকেটাররা এই মহিলার সতর্ক বার্তায় বেঁচে গেলেন!

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০১৯
news-image

 

অনলাইন ডেস্কঃ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। এঘটনায় সারাবিশ্বে বইছে সমালোচনা ও নিন্দার ঝড়।

আজ শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে অবস্থিত ডিনস অ্যাভ মসজিদ, লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে এ হামলা হয়।

জুম্মার নামাজ আদায় করতে বাংলাদেশের দলের কয়েকজন আক্রান্ত মসজিদে ঢুকতে গিয়েই দেখতে পান রক্তাত শরীরে বেরিয়ে আসছেন এক মহিলা। তিনি তখন তামিম ইকবালদের বলেন, ‘ভেতরে যেও না, গুলি চলছে, আমার গাড়িতেও গুলি লেগেছে। তোমরা ভেতরে যেও না।’

ক্রিকেটাররা তখন হকচকিয়ে যান, হতভম্ব হয়ে বাসে ঢুকে অবরুদ্ধ হয়ে পড়েন। স্থানীয় পুলিশ তখন বন্ধ করে দিয়েছে ওই রাস্তা।

এরপর বাস থেকে নেমে হেঁটেই হোটেলে রওয়ানা হন বাংলাদেশের ক্রিকেটাররা। এসময় তাঁরা বেশ আতংকিত হয়ে পড়েন।আর পাঁচ-দশ মিনিট আগে পৌঁছালেও সেই গোলাগুলির মধ্যে পড়ে যেতেন বাংলাদেশের ক্রিকেটাররা।

ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট।

তিনি জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটারদের সবাই নিরাপদে আছে। তবে স্বাভাবিক কারণেই সবাই আতঙ্কগ্রস্ত।

আর পড়তে পারেন