শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাখরাবাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অতিথির তালিকায় নেই প্যানেল স্পিকার, এমপি,মেয়র!

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১০, ২০২৩
news-image

ষ্টাফ রিপোর্টার :

বাখরাবাদ গ্যাস সিস্টেমস্ কোম্পানী লিমিটেড’র ৪৩তম প্রতিষ্ঠা বাষির্কী আজ শনিবার। দেশের অন্যতম বৃহত্তম গ্যাস কোম্পানীটিতে এ উপলক্ষে সাজ সাজ রব। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী। বাখরাবাদের গ্রাহক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ অনেকেই পেয়েছেন দাওয়াত কার্ড। আয়োজন করা হবে র‌্যালী,আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দুপুর ও রাতের বৈষম্যমূলক খাবারের।

এই যখন এত আয়োজন,তখন অতিথিদের তালিকায় নেই প্যানেল স্পিকার,কুমিল্লা বা মহানগরীর এমপি বা মেয়রের নাম। এনিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও চাকুরী হারানো কিংবা বদলীসহ হয়রানীর আশঙ্কায় কেউ মুখ খুলছে না। যা এই মুহুর্তে কুমিল্লায় টক অব দ্যা নিউজ।

সচরাচর দেখা যায়, কোন প্রতিষ্ঠানের ২৫ বছর বা ৫০ বছরে প্রতিষ্ঠাকালের আয়োজন করা হয়। কিন্তু ৪৩ বছরে হঠাৎ এ আয়োজনে অনেকের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশে যখন বিদ্যুতের জন্য হাহাকার চলছে, তখন বাখরাবাদ এর পুরো অফিস এলাকা আলোয় ঝলমল করছে। এ বিষয়টিকে সবাই নেতিবাচক দৃষ্টিতে দেখছে। তবে এই অপব্যবহারের বিরুদ্ধে কথা বলার মত সাহস কারো নেই জানা গেছে। জানা যায়, শনিবারের অনুষ্ঠানে ৮ শত মানুষের আয়োজন করা হয়েছে। এত টাকা ব্যয়ের উৎস কোথায়  থেকে আসলো তা এখনো অজানাই রয়ে গেছে।

কুমিল্লার অন্যতম বৃহৎ বানিজ্যিক প্রাকৃতিক সম্পদ বাখরাবাদ গ্যাস সিষ্টেমস্ কোম্পানী লিমিটেড। ১৯৮৪ সালে কুমিল্লা মহানগরীর চাঁপাপুর এলাকায় সেবা দিতে প্রতিষ্ঠানটির অফিস চালু হয়। শিল্প-কারখানা,ছোট-বড় বিভিন্ন প্রকারের ব্যবসা প্রতিষ্ঠানছাড়াও আবাসিকখাতে রয়েছে প্রতিষ্ঠানটির লাখ লাখ গ্রাহক। বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাখরাবাদ সংশ্লিষ্ট একটি সুত্রে জানা যায়,  ১০ জুন  প্রতিষ্ঠানটির ৪৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী। এউপলক্ষে প্রতিষ্ঠানের কর্ণধার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগীতায় ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছেন। এর মধ্যে রয়েছে,কুমিল্লা মহানগরীর সার্কিট হাউজ সংলগ্ন শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে নগরীর প্রান কেন্দ্র টাউন হল মাঠ পর্যন্ত র‌্যালী। পরবর্তীতে বাখরাবাদ গ্যাস সিষ্টেমস্ কোম্পানী লিমিটেড প্রাঙ্গনে আলোচনা সভা, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে রয়েছে দুপুর ও রাতে খাবারের ব্যাপক আয়োজন। এত কিছু নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে গত কিছুদিন ধরে সাজ সাজ রব । এই যখন অবস্থা তখন অনুষ্ঠান উপলক্ষে ছাপানো হয়েছে নিমন্ত্রন পত্র। দুঃজনক হলেও সত্য অনুষ্ঠানে প্রধান অতিথি,বিশেষ অতিথির তালিকায় প্যানেল স্পীকার আঞ্জুম সুলতানা সীমাসহ যে জেলার প্রাকৃতিক সম্পদ,সেই জেলার কোন সংসদ সদস্য এমনকি এই নগরীর মেয়রসহ কাউকেই রাখা হয়নি অতিথিদের তালিকায়। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও ভয়ে বা হয়রানীর কারণে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এদিকে দায়িত্বশীল নাম প্রকাশে অনিচ্ছুক সুত্র জানায়, প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিগত সময়ে রজত জয়ন্তী পালন করলেও তেমন ঢাকঢোল পিটিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কোন নজির নেই। বর্তমান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার অল্প কিছুদিন পরে অবসরে চলে যাওয়ার আগে অনেকটা ঘটা করে এই অনুষ্ঠানের আয়োজন করছেন। এছাড়াও নাম প্রকাশ না করার শর্তে সুত্রটি আরো জানায়,অনুষ্ঠানে বৈষম্য মূলক খাবারের আয়োজন করার।

বিষয়গুলো জানতে চাইলে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার বলেন, আমরা যথাযথ সম্মান করতে পারবো না বলে বোর্ড প্যানেল স্পিকার আঞ্জুম সুলতানা সীমা এমপি, সদর আসনের এমপি আকম বাহাউদ্দিন বাহারসহ অন্যান্য এমপি বা মেয়র আরফানুল হক রিফাত কে অতিথির তালিকায় রাখা হয়নি। এছাড়া,বিগত সময়ে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিগত সময়ে একবার অনুষ্ঠান আয়োজন করেও সম্পন্ন করা যায়নি। আমরা বোর্ড থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামীতে নিয়মিত প্রতিষ্ঠাবার্ষিকী পালনের। তাছাড়া খাবারের তালিকায় বৈষম্য থাকার বিষয়টিও তিনি অস্বীকার করেন।

আর পড়তে পারেন