বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বার্ডের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৮, ২০১৯
news-image

 

আব্বাস আলীঃ

থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বার্ডের বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশে নবনিযুক্ত থাইল্যান্ডের মনোনীত রাষ্ট্রদুত অরুনরাং ফোথং হামফ্রে, থাইল্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এর মহাপরিচালক পাত্তারাত হংটং, চাইপাতানা ফাউন্ডেশন এর উপ মহাসচিব এপিচাট জংস্কাল সহ থাইল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ প্রতিনিধি দলের অন্তর্ভূক্ত ছিলেন।

প্রতিনিধি দলটি বার্ডের লালমাই-ময়নামতি প্রকল্পভূক্ত দক্ষিণ বিজয়পুর ও দুতিয়াপুর গ্রাম পরিদর্শন করেন।

এসময় বার্ডের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব গোলাম সারোয়ার, লালমাই-ময়নামতি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো.শফিকুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা সহ বার্ডের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বার্ডের মহাপরিচালক বলেন. থাইল্যান্ডের প্রতিনিধি দলের এই পরিদর্শন অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বলেন এই পরিদর্শনের মধ্যদিয়ে কুমিল্লা অঞ্চলে থাইল্যান্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এর স্বনির্ভর গ্রাম প্রকল্পের বিস্তার ঘটবে যা দারিদ্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করবে। প্রতিনিধি দল মতবিনিময় শেষে লালমাই-ময়নামতি প্রকল্পের সুফলভোগীদের দ্বারা উৎপাদিত কেঁচো কম্পোস্ট ইউনিটসহ অন্যান্য কৃষি কর্মকান্ড এবং বিজয়পুর মৃৎশিল্প পরিদর্শন করেন।

আর পড়তে পারেন