শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বার্নাব্যুর দুঃস্মৃতি সহজে ভুলতে পারবেন না গার্দিওলা -ফোডেন-মাহরেজরা

আজকের কুমিল্লা ডট কম :
মে ৫, ২০২২
news-image

স্পোর্টস ডেস্ক:
খেলা শুরুর আগে হয়ত স্নায়ুচাপে ছিলেন ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা, সেটাই স্বাভাবিক। তবে ম্যাচের বয়স যখন ৯০ মিনিট, রিয়াল মাদ্রিদের চেয়ে দুই গোলে এগিয়ে থাকা ফোডেন-মাহরেজরা তখন সব স্নায়ুচাপ পেছনে ঠেলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠার স্বপ্নে বিভোর। কিন্তু এরপরই টানা দুই মিনিটে রদ্রিগো গোয়েজের দুই গোল সিটির সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। অতিরিক্ত সময়ে করিমা বেনজেমা পেনাল্টি থেকে গোল করে সিটিকে চূড়ান্তভাবে হতাশায় ডোবান। আর তীরে এসে তরী ডোবার এই দুঃখ যে সিটি খেলোয়াড়রা সহজেই ভুলতে পারবে না, ম্যাচ শেষে সেটা অকপটেই জানালেন দলটির কোচ পেপ গার্দিওলা।

এই হারকে খেলোয়াড়রা কীভাবে নিচ্ছেন জানিয়ে গার্দিওলা বলেন, ‘তারা বিষণ্ণ। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের খুব কাছে ছিল তারা। আমাদের এই হারের বিষয়টা অনুধাবন করতে সময় লাগবে। এরপর আমরা প্রিমিয়ার লিগে বাকি চার ম্যাচে মনোনিবেশ করব।’

ম্যাচের শুরু থেকে খেলার গতিপথ নিয়ন্ত্রণ করেছে ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে যাওয়ার মাধ্যমে দুই গোলের লিডও পেয়েছিল, তবুও শেষ পর্যন্ত ফল পক্ষে আসেনি তাদের।

হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে গার্দিওলা নিজেদের সেরা খেলাটা খেলতে না পারা নিয়ে আক্ষেপ করেছেন, ‘প্রথমার্ধে আমাদের খেলা ছন্দহীন ছিল। আমরা ভালো খেলতে পারিনি, তবে আমাদের সেটার জন্য তখন ভুগতে হয়নি। গোল করার পর আমরা ভালো খেলেছি, আমাদের গতিও বেড়েছিল। শেষ দশ মিনিটে তাদের আক্রমণ করার আর আমাদের ভোগার কথা, তবে সেটা হয়নি। এরপর তারা আমাদের বক্সে অনেক খেলোয়াড় নিয়ে আসে। মিলিতাও, রদ্রিগো, আসেনসিও, ভিনিসিয়াস সবাই বক্সের ভেতর চলে আসে। আর তখনই তারা দুটি গোল পেয়ে যায়।’

‘আমাদের বেশি ভুগতে হয়নি, তবে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। সেমিফাইনালে এটা অস্বাভাবিক নয়, কারণ খেলোয়াড়রা অনেক চাপে থাকে। ফুটবলে আগে থেকে কিছু বলা যায় না। কখনো কখনো ফুটবলে এমন হতে পারে, আপনাকে সেটা মেনে নিতে হবে।’

আর পড়তে পারেন