শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৮, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর পৌরসভার আরাগ আনন্দপুর পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা নওয়াব মিয়ার ছেলে সফিকুল ইসলাম।

বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম জানায়, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এতে বসতঘর, রান্নাঘর, দুইটি খাট, একটি ফ্রিজসহ আসবাব সম্পূর্ণ পুড়ে যায়। প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকার বেশি হতে পারে বলে তিনি জানান।

তবে দ্রুত স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ লাখ টাকার মালামাল রক্ষা করতে পারে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছির মুন্সী, ইউপি সদস্য এনামুল হক মাসুম, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলামসহ স্থানীয় নেতারা।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন সফিকুল ইসলাম ও তার পরিবার। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আর পড়তে পারেন