শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১২, ২০১৭
news-image

 

এইচ এম মহিউদ্দিনঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় শিমুল আক্তার (২৯) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শশুরবাড়ির পরিত্যক্ত রান্নাঘরের সিলিংয়ের সাথে গলায় দড়ির ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে  দেবপুর ফাঁড়ি  পুলিশ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার  ময়নামতি ইউনিয়নের বাজেহোরা গ্রামে এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত শিমুল আক্তার উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহোরা গ্রামের সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী। সে একই উপজেলার উঃ ভারেল্লা পশ্চিমসিংহ গ্রামের ভুইঞা বাড়ির মৃত. হারুনুর রশিদ ভুইয়ার মেয়ে । শিমুল দুই সন্তানের জননী ছিলেন।

মোসাঃ মঙ্গলবার স্বামীর বাড়ীর পরিত্যাক্ত রান্নাঘরের তিরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয় এলাকাবাসী, প্রতিবেশীরা এবং পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, এগারো বছর পূর্বে পরিবারিকভাবে তাদের বিয়ে হয়। হাবিবুর দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে আছেন। স্ত্রী শিমুল দুই ছেলে সন্তান নিয়ে একাই বসবাস করতো। ৬ বছর পূর্বে পারিবারিক দ্বন্দ্বে একবার স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ হলেও পুনরায় আবার বিবাহ হয় বলে জানায় স্থানীয় প্রতিবেশীরা।

আজ বিকেলে  মৃত. শিমুল আক্তারের ভাই ইমন নিজ বাড়ি থেকে বোনের শশুর বাড়িতে খাবার নিয়ে এসে ঘরের পেছনের পরিত্যাক্ত রান্না ঘরের  তীরের সাথে বোনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের কয়েকজন ছুটে আসে। পরে স্থানীয়দের সহায়তায় লাশ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ও পরিবারের লোকজন আত্মহত্যা নাকি হত্যা করা হয়েছে এ নিয়ে সন্দেহ প্রকাশ করলেও প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায় নি বলে জানা গেছে।

দেবপুর ফাঁড়ী পুলিশের এস আই শাহাদাৎ হোসেন জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে । ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আর পড়তে পারেন