বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে বসতঘরে আগুন, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকা

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৭, ২০১৮
news-image

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সোমবার(২৬ ফেব্রুয়ারী) রাত ৯ টায় এ অগ্নিসংযোগে একই বাড়ির ৫ পরিবারের রান্নাঘর, গোয়ালঘর, গোয়ালঘরের গরু, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়,সোমবার রাত ৯টায় পাঁচোড়া গ্রামের নওশের মেম্বারের ঘরের সিলিন্ডার গ্যাসে রান্না করার সময় হঠাৎ বিস্ফোরিত হয়ে মুহুর্তের মধ্য আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এ সময় জাহের নামে এক প্রতিবন্ধি অগ্নিদন্ধ হলে তাকে কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। তাছাড়া গোয়ালঘরে থাকা দুইটি গরু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ পরিবার জানান,ঘরের সকল আসবাবপত্র,স্বর্ণালংকার,গোয়ালঘরসহ গরু পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মোস্তফা ও বুড়িচং থানার ওসি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
বুড়িচং থানার উপ-পরিদর্শক ইয়াসিন জানান,নওশের আলী মেম্বার,রুবেল,আব্দুল রউফ,আলী আশ্রাফ,মোঃ এরশাদেরসহ মোট ৫টি পাকা ও টিনের ঘরসহ দুটি গরু আগুনে পুড়ে যায় ও বাকপ্রতিবন্ধি জাহের আগুনে পুড়ে আহত হন।

আর পড়তে পারেন