বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচং থেকে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৭, ২০১৯
news-image

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় বিদেশী অস্ত্রসহ মোঃ ইকবাল হোসেন ওরফে বাবু (২৭) নামের একজনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

শুক্রবার (৭ জুন) ভোররাতে বুড়িচং উপজেলার উত্তর পাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া ইকবাল হোসেন ওরফে বাবু কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়িচং উত্তর পাড়া গ্রামের মোঃ আলী হোসেনের ছেলে ।

কুমিল্লা র‌্যাব-১১ সূত্র জানায়, বুড়িচং উত্তর পাড়া গ্রামে মোঃ ইকবাল হোসেন @ বাবুর বাসায় অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী বাবুকে আটক করা হয়।

আটক হওয়া মোঃ ইকবাল হোসেন @ বাবুকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সে কুমিল্লা জেলার বুড়িচং থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে বুড়িচং এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তার অত্যাচার ও নির্যাতনের ভয়ে সংক্ষুদ্ধ জনগন কথা বলার এবং এর প্রতিকার চাওয়ার সাহস পেতো না। প্রকাশ্যে অস্ত্র প্রর্দশন ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদাবাজি করত। এসকল সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১১ এর একটি বিশেষ দল তার উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি প্রণব কুমার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন