শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বৃষ্টি ছাড়া রোমান্স অন্ধ- মাহমুদ হাসান অয়ন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১০, ২০১৮
news-image

 

 

সোজাসুজি এখানেই চলে এসে বোলো-
বুদ্ধু! আকাশভাঙা শ্রাবণের মত প্রিয় হবে?
এই ঝরঝর মেঘমল্লার বর্ষণে কাঁপন তুলবে হৃদয়ে?
ভায়োলিনে সুর তুলে, চায়ের কাপে চুমুক রেখে
বাবলা গাছের নেতিয়ে পড়া লজ্জাবতী লতাটার মত মুখ তুলে বলবে কি-
চলো আজ নদীতে যাই, নৌকো করে ভাসিয়ে বেরাই- নীল বিষাদের দিনলিপি!

নীতিপা খবর রাখো তো?
স্বর্গের আকাশ ছুঁয়ে দিলো পৃথিবীর চৌকাঠ,
এখনো কি তুমি বুকে তিমিরের খাল কেটে
পৃষ্ঠার পর পৃষ্ঠা মন খারাপের বাণী লিখে যাও?
এখনো কি ভয় করো- কাজলা বিলে যাবার পথে আততায়ী ওৎ পেতে রবে
কিশোরী মনে এঁকে দেবে কলঙ্কের জলছাপ?

এমন শ্রাবণমুখর দিনে,
এতসব ভয় ঠেলে এসো- চার হাত এক করি।
বিষণ্ন শ্রাবণের বুকে এঁকে দিই- আমাদের শৈশব, কৈশোর এবং যৌবনের ইতিকথা।
ঠোঁটে রবীন্দ্রনাথ বাঁচুক,
মনে বাঁচুক- বর্ষণসিক্ত নীলিতের জন্য নীতিপার সারাবেলা
অথবা নীলিত-নীতিপার যতসব খামখেয়ালি কাব্যকলা।
পৃথিবী খুঁজে পাক তার আপন সৌন্দর্য
আর আমি অথবা আমরা মেনে নিই- বৃষ্টি ছাড়া রোমান্স অন্ধ!

আর পড়তে পারেন