শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যাটিংয়ে বাংলাদেশ, খেলছেন তামিম

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্ট :

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।

খেলছেন তামিম

গত পরশু ওভালে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ কবজিতে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। ফলে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে শঙ্কা উড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছেন দেশসেরা ওপেনার।

চোট কাটিয়ে খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন এই পেস অলরাউন্ডার। সাব্বির রহমানকে পেছনে ফেলে একাদশে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন। প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকতে হচ্ছে সাব্বির, রুবেল হোসেন, লিটন দাস ও আবু জায়েদ রাহীকে।

বাংলাদেশ দল

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা দল

কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি, ফন ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিলে ফিকোয়াও, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।

টস

টস জিতে বোলিং নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। লন্ডনের ওভালে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা

দ্বাদশ বিশ্বকাপ শুরুর পর তিন দিন পেরিয়ে গেছে। ম্যাচ হয়েছে চারটি। এর মধ্যে অবশ্য বাংলাদেশের মাঠে নামা হয়নি। বাংলাদেশের অপেক্ষা ফুরোচ্ছে আজ। ওভালে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যারা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের সামনে স্রেফ উড়ে গেছে।

বিশ্বকাপ মিশনে বাংলাদেশ দল দেশ ছেড়েছে এক মাস হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলেছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। তাতে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের অপেক্ষারও অবসান হয়েছে।

ত্রিদেশীয় সিরিজ জয়ের পর বাংলাদেশ কয়েকদিন অনুশীলন করেছে ইংল্যান্ডের লেস্টারে। এরপর দল গেছে কার্ডিফে। সেখানে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ভারতের কাছে বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে।

বিশ্বকাপে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। গায়ানায় বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৬৭ রানে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। বিশ্ব মঞ্চে দুই দলের অন্য দুই ম্যাচেই অবশ্য বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২০০৩ বিশ্বকাপে ব্লুমফন্টেইনে ১০ উইকেটে আর ২০১১ বিশ্বকাপে ঘরের মাঠে ৭৮ রানে গুটিয়ে গিয়ে বাংলাদেশ হেরেছিল ২০৬ রানে।

ওয়ানডেতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

দুই দল এর আগে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে মোট ২০ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৩টি, দক্ষিণ আফ্রিকা ১৭টি। ২০১৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। তবে সবশেষ দেখায় ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে তিন ম্যাচেই বাংলাদেশ হেরেছিল বড় ব্যবধানে।

আর পড়তে পারেন