শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ার স্কুলছাত্রী আড়াই মাস পর ঢাকা থেকে উদ্ধার, অপহরনকারী তানিম সরকার গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৯, ২০১৭
news-image

মোঃ আনোয়ারুল ইসলাম ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এক স্কুলছাত্রী অপহরনের আড়াই মাস পর ঢাকা থেকে উদ্ধার করেছে ব্রাহ্মণপাড়া থানা পলিশ। এসময় পুলিশ প্রধান অপহরনকারী তানিম সরকারকে গ্রেফতার করে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে তানিম সরকার (২০) অজ্ঞাত আরো ২/৩ জন মিলে গত ৪ অগষ্ট একই গ্রামের আবুল কাশেমের মেয়ে (দশম শ্রেনির স্কুলছাত্রী) মৌসুমি আক্তার (১৭) কে বিদ্যালয় থেকে আসার পথে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে মৌসুমি আক্তারের বাবা আবুল কাশেম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি অপহরন মামলা দায়ের করে। মামলা নং-৫, তারিখ- ০৪/০৮/২০১৭ ইং। মামলার সূত্রধরে তদন্ত কর্মকর্তা ব্রাহ্মণপাড়া থানা এসআই মোঃ কবির হোসেন বিভিন্ন দিকে তল্লাশি চালায়। এর মধ্যে গত ১৭ অক্টোবর রাতে ঢাকার যাত্রবাড়ী এলাকা থেকে মৌসুমি আক্তারকে উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় প্রধান অপহরনকারী তানিম সরকারকে গ্রেফতার করে। এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ কবির হোসেন জানান, মৌসুমিকে অপহরন করে বিভিন্ন সময় বিভিন্ন জেলায় আতœগোপন করে থাকায় মৌসুমিকে উদ্ধার করতে পুলিশের লেগেছে। আমরা ইতিমধ্যে মৌসুমিকে উদ্ধার করে করে কোর্টের মাধ্যমে তার মায়ে হেফাজতে পৌছে দিয়েছি। অপরদিকে অপহরনকারী তানিম সরকারকে কোর্টের মাধমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আর পড়তে পারেন