শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ে উঠান বৈঠক

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৪, ২০২২
news-image

স্টাফ রিপোর্টার:
নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সফল পুনরেকত্রীকরনের লক্ষে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে বৃহস্পতিবার (২৪ নভেম্বর ) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন ও চন্দলা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে জেলা কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও ওকাপ এর আয়োজনে ও অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশের সহযোগিতায় ৮৫ জন অভিবাসী ও বিদেশ ফেরত কর্মীদের পরিবারের সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ তার বক্তব্যে উপস্থিত গ্রামের মহিলাদের মাঝে মানব পাচার প্রতিরোধ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি, প্রবাসী কল্যাণ ব্যাংক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বোয়েসেল-এর বিভিন্ন সেবা কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান করেন।

তিনি প্রবাসী কর্মীদের পাঠানো অর্থ সঠিকভাবে ব্যবহার এবং সঞ্চয় করার পরামর্শ দেন। দালালদের থেকে দূরে থাকতে অনুরোধ করেন।

অভিবাসী তথ্য কেন্দ্রের কাউন্সেলর মোঃ ইকবাল হোসেন ও ওকাপ এর উপজেলা সুপারভাইজার মোঃ আজিজুল সঞ্চালনায় অনুষ্ঠিত এই উঠান বৈঠক সমূহের মাধ্যমে গ্রামের মহিলাদেরকে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত কর্মীদের সফল পুনরেকত্রীকরন বিষয়ে তথ্য প্রদান করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

দেবব্রত ঘোষ অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিদেশ ফেরত কর্মীদের ভোগান্তি, প্রতারণা, ও মানব পাচার রোধে মহিলাদের ভূমিকা পালনের অনুরোধ জানান।

আর পড়তে পারেন