শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৮, ২০১৭
news-image

মোঃ আনোয়ারুল ইসলাম ॥
কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ৮ নভেম্বর দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের নাইঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষমাত্র এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে এক মহিলা সামাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির, জেলা শিক্ষা অফিসার নূরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহাতাবুদ্দিন। পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক আবদুল করিম। উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য সচিব মোঃ মনিরুল হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদা আক্তার, রুনাক জাহান, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন মাস্টার, বিদ্যালয়ের সভাপতি সাবেক চেয়ারম্যান আলী আকবর, আবুল কাশেম মেম্বার, ইউনুস ডাক্তার, আবু জাহের, আবু তাহের মাস্টার, আবুল কাশেম, থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মমিনুর ইসলাম, সাবেক আহবায়ক ফেরকান আহাম্মেদ সবুজ, উপজেলা ছাত্রলীগের সিনিঃ যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন বাপ্পি, যুবলীগ নেতা উজ্জল চন্দ্র শীল সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ও অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষমাত্রর বিষয় গুলো তোলে ধরেন। এছাড়াও অতিথিরা, সান্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

আর পড়তে পারেন