শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি: বিয়ের ৪ দিন পর বাবার বাড়ি পৌঁছার আগেই লাশ হল শারমিন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৮, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়ার তরুণী শারমিন আক্তার (২৩)। বিয়ে হয়েছে মাত্র চারদিন আগে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারের জহিরুল ইসলামের সঙ্গে।

শুক্রবার (২৭ আগস্ট) স্বামীকে নিয়ে বাবার বাড়িতে ফেরার কথা। বাবার বাড়ি ফিরতে স্বামীকে নিয়ে বিকেল সাড়ে ৪টায় চম্পকনগর থেকে নৌকাযোগে রওয়ানা হন শারমিন। কিন্তু বাবার বাড়ি পৌঁছার আগেই নৌকাডুবিতে মারা যান শারমিন। তবে প্রাণে বেঁচে যান শারমিনের স্বামী জহির।

শারমিনের ভাই আলমগীর জানান, শারমিনের সঙ্গে তার স্বামী, দেবরসহ চারজন আমাদের বাড়ি আসছিল। পথে লইছকার বিলে বালুবোঝাই নৌকার সঙ্গে সংঘর্ষ হলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এতে ভগ্নিপতিসহ অন্যরা তীরে উঠলেও আমার বোনের মরদেহ রাতে হাসপাতালে পাই। সকালে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে বিজয়নগর থানায় একটি মামলা হয়েছে।

আর পড়তে পারেন