শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রিটেনের নির্বাচন: কনজারভেটিভ ৩০৩, লেবার ২৫৬

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৯, ২০১৭
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের ফলাফলে প্রধানমন্ত্রী টেরিসা মের দল কনজারভেটিভ পার্টি স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথে রয়েছে। আগের বারের তুলনায় ভালো ফল করেছে বর্তমান বিরোধী দল লেবার পার্টি। দেশটিতে ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।

বৃহস্পতিবারের (৮ জুন) নির্বাচনে নিম্নকক্ষ হাউজ অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ফলাফল জানা গেছে ৬২৬টি আসনের। এর মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩০৩টি। লেবার পার্টি পেয়েছে ২৫৬টি।

অন্যদিকে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৩৪টি, লিবারেল ডেমোক্র্যাটরা ১২টি এবং ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি ১০টি আসনে জয় পেয়েছে। স্বতন্ত্র প্রার্থী ও ছোট দলগুলোর দখলে গেছে বাকি ১১টি আসন।

কোনো দলকে এককভাবে সরকার গঠন করতে হলে কমপক্ষে ৩২৬টি আসনে জয়লাভ করতে হবে। ২০১৫ সালের নির্বাচনে ৩৩১টি আসনে বিজয়ী হয়ে এককভাবে সরকার গঠন করে কনজারভেটিভ পার্টি। এবার দলটি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথে রয়েছে। দাবি উঠেছে প্রধানমন্ত্রী টেরিসা মের পদত্যাগের।

সূত্র: বিবিসি

আর পড়তে পারেন