শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ভাঙাচোরা দল বাংলাদেশ এখন সিরিজ জেতার গন্ধ পাচ্ছে’— আনন্দবাজার পত্রিকার খোঁচা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৭, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্কঃ

প্রথম টি-২০ তে ভারতকে সহজে হারানো বাংলাদেশের টাইগারদের  ‘ভাঙাচোরা’ দল বলে কটাক্ষ করেছে কলকাতার প্রথম সারির দৈনিক আনন্দবাজার। দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগের দিন বুধবার সন্ধ্যায় বাংলাদেশ দলকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটির অনলাইন সংস্করণ। প্রতিবেদনটির শিরোনাম ‘ভাঙাচোরা দল নিয়ে খেলতে আসা বাংলাদেশ এখন সিরিজ জেতার গন্ধ পাচ্ছে’।

চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। আজ বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে টাইগাররা। আজ জিতলেই সিরিজ জিতে নেবে মাহমুদুল্লাহর দল।

প্রথম ম্যাচেই দুর্দান্ত ক্রিকেট নৈপুণ্য প্রদর্শন করেছে রিয়াদবাহিনী। ওই দিন দিল্লিতে বাংলাদেশের ফিল্ডারদের শরীরী ভাষায় ছিল যেন বারুদ।

প্রায় প্রতিটি বলের পেছনে ছুটছিলেন তিন-চারজন ফিল্ডার। ব্যাটিং- বোলিংয়েও ছিল হাল না ছাড়ার মানসিকতা। উজ্জীবিত বাংলাদেশকে ঠেকিয়ে রাখতে পারেনি দেশের মাটিতে শক্তিশালী ভারত। সাকিব-তামিমের মতো তারকা ক্রিকেটার ছাড়াই তারুণ্য নির্ভর দলের বিপক্ষে ঘরের মাঠে পাত্তা পায়নি ভারত।

আনন্দবাজার পত্রিকাটির অনলাইন সংস্করণের  প্রতিবেদনে  বলা হয়, ‘ভাঙাচোরা দল নিয়ে ভারত সফরে এসেছে বাংলাদেশ। সিরিজের বল গড়ানোর আগে শাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে আইসিসি। তামিম ইকবালও ব্যক্তিগত কারণে আসেননি। অথচ এই দলই প্রথম ম্যাচে সবাইকে চমকে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে।’

আর পড়তে পারেন