বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রিয়াল মাদ্রিদ সবসময় সেরাটা পেতে চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা মেসিকে পায়নি- সোলারি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩১, ২০১৮
news-image

স্পোর্টস ডেস্কঃ
হুলেন লোপেতেগিকে বরখাস্ত করে অস্থায়ী কোচ হিসেবে সান্টিয়াগো সোলারিকে নিয়োগ দিয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। খেলোয়াড়ি জীবনে রিয়ালের হয়ে খেললেও বার্সেলোনার লিওনেল মেসির প্রতি সবসময়ই শ্রদ্ধা নিবেদন করেছেন সোলারি।

তিনি রিয়াল মাদ্রিদ সমর্থক হলেও মেসির একজন বড় ফ্যান! সান্টিয়াগো বার্নাব্যুর ‘কাস্তিয়া’ নামে পরিচিত রিয়ালের ‘বি’ দলের কোচ হওয়ার আগে একটি দৈনিক পত্রিকার নিয়মিত কলামিস্ট ছিলেন এ আর্জেন্টাইন। স্বদেশি তারকার প্রতিভার বিষয়টি নিজের একাধিক লেখায় তুলে ধরেছেন সোলারি।

তবে তিনি আপসোস করে বলেন,রিয়াল মাদ্রিদ সবসময় সেরাটা পেতে চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা ভিন্ন গ্রহের ফুটবলার মেসিকে পায়নি । আর এটাই খেলায় পার্থক্য গড়ে দেয়।

আর পড়তে পারেন