শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত,পাকিস্তান ও শ্রীলংকার সাথে বিকেএসপিতে খেলবে লালমাই ট্যালেন্টহান্ট ক্রিকেট একাডেমীর ক্রিকেটাররা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০১৭
news-image

রকিবুল হাসান রকি, সদর দক্ষিণঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দ্বারা পরিচালিত লালমাই ট্যালেন্টহান্ট ক্রিকেট একাডেমী দল ১২ অক্টোবর গাজী গ্রুপ বিকেএসপি কাপ অনুর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন উপলক্ষে বুধবার বিকেলে কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড স্থানীয় একটি রেস্টুরেন্টে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উপদেষ্টা ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার।এ সময় আরো উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক বি.কম,জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম চপল,জেলা ক্রিকেট কোচ সারোয়ার জাহান,আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল মমিন,ভিক্টোরিয়ান্সের স্পন্সর হাফিজুল্লাহ খোকন,লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর প্রধান কোচ আতিকুর রহমান,একাডেমী ম্যানেজার সাবেক ক্রিকেটার উল্লাস প্রমুখ।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উপদেষ্টা ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার।
তিনি বলেন,কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি ও ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামালের ঐকান্তিক প্রচেষ্টা,পরামর্শ ও অর্থায়নে লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমী কাক্ষিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছে।

কুমিল্লা জেলা তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়ার বাছাই করে উন্নতর প্রশিক্ষণ প্রদান করে আমরা সঠিক খেলোয়ারদের বাছাই করে এনেছি। বিগত দিনগুলোতে কুমিল্লা জেলার বরুড়া, লাকসাম ,চৌদ্দগ্রাম,আদর্শ সদর,সদর দক্ষিণ এবং দেবিদ্বার এই ৭টি ভেণ্যু থেকে প্রাথমিক ৪০ জন খেলোয়াড় বাচাই করে তাদেরকে ৩মাস ব্যাপী আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।উক্ত ৩মাস নিবিড় প্রশিক্ষণ এর মাঝে বাছাইকৃত খেলোয়াড়দের স্কেল উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ করে যাছাই-বাছাই করে গাজী গ্রুপ বিকেএসপি কাপ অনুর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৭ টিম গঠন করেছি। আগামী ১২অক্টোবর থেকে বিকেএসপিতে ভারত,পাকিস্তান ও শ্রীলংকার সাথে বাংলাদেশে ৩টি দলসহ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।বাংলাদেশের তিনটি দলের মধ্যে কুমিল্লার লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমী অংশগ্রহণ করবে।কুমিল্লা ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমী হয়ে সুযোগ পেয়েছে অনুর্ধ্ব ১৯ -২৪ জনের স্কোয়ার্ডে খেলার সুযোগ পাওয়া তানভীর হাসান,অনুর্ধ্ব ১৭ দলের সবচেয়ে গতিশীল ফাস্ট বলার হিসেবে খেলার সুযোগ পাওয়া মেহেদী হাসান,ঢাকা ৩য় বিভাগের খেলোয়ার শার্হীন মজুমদার,জাহিদ আহম্মদ,মারুফ হাসান,গাজী গ্রুপ ক্রিকেট হান্টের ণবং ঈধৎফ প্রাপ্ত খেলোয়াড় রানা,রাব্বি,সাদ্দাম ও শাকিল,২য় বিভাগ লীগের খেলোয়াড় বোরহান উদ্দিন,উত্তরা ক্লাবের ১মবিভাগের খেলোয়াড় তানভীর।কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও লালমাই ট্যালেন্টহান্ট একাডেমীর জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেন।

আর পড়তে পারেন