শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনের গহীনে মঈন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩১, ২০২১
news-image

নাজমুল হুদা খান:

সুরমা কুশিয়ারার ঘা ঘেষে এক শ্যামল
গাঁয়ে পদ চিহ্ন পড়েছিল সাহসী বন্ধু তোমার।
সাধারন এক পল্লী চিকিৎসকের উঠোনে
অসাধারন হয়ে বেড়ে উঠেছিলে তুমি।
হৃদয়জয়ী ফজলে রাব্বীর অনুসারী হতে
পা রেখেছিলে দেশের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠানে।

সেখানেও দীপ্তি ছড়ালে,
হয়ে উঠলে হৃদপিন্ডের কারিগর।
ভয় পাওনি বিধ্বংসী করোনার সম্মুখ যুদ্ধেও,
আক্রমণে কাবু হয়েছ, তবু মাথা নোয়াওনি।
হাসপাতালের বিছানায় শুয়ে বলিষ্ঠ কণ্ঠে ছিল
তোমার উচ্চারণ- বাবা দোয়া করো, থামবনা আমি;
এইতো ঘাতক করোনাকে কাবু করেই
ফিরব যুদ্ধে, দাড়াব অসহায়ের পাশে।

চারদিকে এতো বাতাসের মাঝেও
তোমার ফুসফুস হন্যে হয়ে খোঁজে মুক্ত নি:শ্বাস।
একসময় নাগালের বাইরে চলে যায় সব,
হৃদপিন্ডটিও নিথর হয়ে পরে হৃদপিন্ডের কারিগরের।

স্বাধীনতা যুদ্ধ দেখনি প্রিয় মঈন,
জাতির আরেক যুদ্ধের নায়কোচিত শহীদ তুমি,
বেঁচে থাকবে এ জাতির মনের গহীনে।
লেখা থাকবে তোমার নাম, লাল সবুজ পতাকার পাশে।

লেখক:

লে.কর্ণেল নাজমুল হুদা খান

সহকারী পরিচালক, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা।

আর পড়তে পারেন