শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জ উপজেলায় মনোহরগঞ্জ সরকারি কলেজ সেরা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৭, ২০১৯
news-image

 

সেলিম সজীবঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ১১ বছরের তুলনায় এবারের ফলাফল ভাল হয়েছে। ফলাফল বিশ্লেষণে এমন তথ্য দেখা গেছে। এবছর পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মধ্যে ফলাফলের দিক থেকে প্রথম হয়েছে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ। এই কলেজে পাশের হার ৯৭.১৬%।

উল্লেখ্য যে, এবার এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯৪ হাজার ৩৬০ জন। যার মধ্যে ৪৩ হাজার ২২২ জন ছাত্র ও ৫১ হাজার ১৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাশ করেছে ৭৩ হাজার ৩৫৮ জন। যার মধ্যে ৩৩ হাজার ৩৩২ জন ছেলে এবং ৪০ হাজার ২৬ জন মেয়ে পাশ করেছে।

এবার পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ । পাশের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে । ছেলেদের পাশের হার ৭৭.১২ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৭৮.২৭ শতাংশ। এবারের পাশের হার বিগত ৫ বছরের তুলনায় বেড়েছে। ২০১৮ সালে পাশের হার ছিল ৬৫.৪২ শতাংশ, ২০১৭ সালে পাশের হার ছিল ৪৯.৫২ শতাংশ, ২০১৬ সালে পাশের হার ছিল ৬৪.৪৯ শতাংশ, ২০১৫ সালে পাশের হার ছিল ৫৯. ৮০ এবং ২০১৪ সালে পাশের হার ছিল ৭০.১৪ শতাংশ ।

আর পড়তে পারেন