শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মহাসড়কে মহাদুর্ভোগ, যানযট বেড়েই চলেছে

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১০, ২০১৯
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

টানা তিনদিন ধরে প্রকোট যানযট ঢাকা চট্রগ্রাম মহাসড়কে মহাদুর্ভোগ এ পরিনত হয়েছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া যানযট ক্রমেই বেড়েই চলেছে। কুমিল্লা থেকে ঢাকা যেতে ১০/১২ ঘন্টা সময় লাগছে, কাঁচপুর ব্রিজ কুমিল্লার দাউদকান্দির-রায়পুর পর্যন্ত প্রায় ৫০ কিঃমিঃ অংশে ভয়াবহ যানযট বিরাজমান। মঙ্গলবার রাত ১১ টা থেকে এই যানযট শুরু হয়।

গোমতী, মেঘনা সেতুর দুই লেনের নির্মান কাজের জন্য, এইছাড়া সম্প্রতি মালবাহী যানবাহন বেড়ে যাওয়া এই যানযটের সৃষ্টি হইছে। কুমিল্লা দাউদকান্দি টোলপ্লাজা থেকে রায়পুর পর্যন্ত প্রায় ১৫ কিঃমিঃ যানযট রয়েছে, ফলে যাত্রীরা অসহনীয় দুর্ভোগ এ পড়েছে।

শাহ ইমরান নামের এশিয়া পরিবহনের এক যাত্রী জানান,
বুধবার দুপুর একটা কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্য বাসে উঠেছি। ঢাকা পৌঁছাতে ১২ ঘন্টা সময় লেগেছে।

এই বিষয়ে দাউদকান্দির হাইওয়ে পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, যানযট নিরসনে পুলিশ কাজ করছে।

আর পড়তে পারেন