শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মানুষ তার স্বপ্নের চেয়েও বড় – উপ সচিব মোঃ শরীফুল ইসলাম

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৪, ২০১৮
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর:
আমরা যদি কোন স্বপ্নবান মানুষের জীবনের দিকে তাকাই তাহলে বোঝা যাবে তাদের স্বপ্নের পরিধি কত বড়, নিজের হৃদয় ও অনুভূতিকে বিশ্বাস করার মতো সাহসী হও। তোমার হৃদয় ঠিকই জানে তুমি আসলে কী হতে চাও। মন ছবিকে বাস্তবায়িত করতে হলে স্বপ্নকে বড় করে লক্ষ্য নির্ধারণ করতে হবে। মানুষ বড় হয় তার স্বপ্নের সমান, স্বপ্ন মানুষকে এগিয়ে নিয়ে যায়।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রেন্ডস এসোসিয়েশন’৯৬ এর উদ্যোগে ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি ২০১৭ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ শরীফুল ইসলাম এসব কথা বলেন।

এ সময় হামদু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও ইউপি সদস্য আলামিন খন্দকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোছা, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার, সাবেক চেয়ারম্যান নোমান সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, এ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, শহিদুল ইসলাম, মোশাররফ হোসেন সরকার, খোকন মাস্টার, কামরুল হাসান, আক্তারুজ্জামান, ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মিয়া, কড়ইবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদুল হক, আলী করিম প্রমুখ। পরে ইব্রাহিমপুর, জিনদপুর ও লাউর ফতেহপুর ইউনিয়নের ট্যালেন্টপুল ১০ জন ও সাধারণ গ্রেডে ১৫জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

আর পড়তে পারেন