রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মিয়ানমার সীমান্তরক্ষীর ৩৯ বাহিনী বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৪, ২০২৪
news-image

ডেস্ক রিপোর্ট:

মিয়ানমারে গোলাগুলি ও সংঘর্ষে প্রাণহানির শঙ্কায় দেশটির বর্ডার গার্ড পুলিশ বিজিপির ৩৯ জন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য জানান।

রোববার ভোর থেকে বিজিপির সদস্যরা প্রাণ বাঁচাতে বাংলাদেশ আশ্রয় নেওয়া শুরু করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

এদিকে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে তুমব্রু সীমান্তে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন- কোনার পাড়ার বাসিন্দা প্রবীন্দ্র ধর (৫০), রহিমা বেগম (৪০) এবং শামশুল আলম। আতঙ্কে ঘর ছেড়েছেন তিন গ্রামের মানুষ।

অন্যদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, সীমান্তে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সীমান্তের দিকে নজর রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আর পড়তে পারেন