শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে দরবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২২, ২০১৯
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লার মুরাদনগরে দরবারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার উপজেলার জাহাপুর ইউনিয়নের নয়াকান্দি এলাকার মো: নুরুল ইসলাম পীর সাহেবের দরবার শরীফকে জড়িয়ে কুচক্রীমহল কর্তৃক অপপ্রচারের প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। এতে এলাকার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী-পেশার লোকজন অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মো: নুরুল ইসলাম পীর সাহেব উপজেলার নয়াকান্দি এলাকায় গত ৩৬ বছর যাবত ভক্তবৃন্দের সহায়তায় দরবার পরিচালনা করে আসছেন। তিনি ইসলামী শরীয়াহ মোতাবেক সুনামের সাথে দরবারের কর্মকান্ড পরিচালনা করেন। এ দরবারের সাথে এলাকার সাধারণ লোকজন জড়িত আছে। স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে এ দরবারে ওয়াজ মাহফিল ও ওরশ শরীফ করা হয়। কিন্তু সম্প্রতি একটি কুচক্রি মহল এ দরবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি অনলাইন পোর্টালে অপপ্রচার শুরু করে। এতে এলাকাবাসীসহ দরবারের ভক্তবৃন্দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রোববার এলাকাবাসী এ অপপ্রচারের প্রতিবাদের মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য অহিদুর রহমান, মাহমুদুল হাসান মিঠু, হুমায়ন কবির, তাজুদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম রাজু, সুরুজ মিয়া, হারুন মিয়া, রাসেল ভুইয়া প্রমুখ।

আর পড়তে পারেন