শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে দৌলতপুর নজরুল-নার্গিস বিদ্যানিকেতনের ভিত্তি প্রস্তর স্থাপন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩০, ২০১৯
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে শতভাগ বিদ্যুৎতায়নের শুভ উদ্ধোধন ও ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যায়ে দৌলতপুর নজরুল-নার্গিস বিদ্যানিকেতনের ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার দুপুরে দৌলতপুর নজরুল-নার্গিস বিদ্যানিকেতন মাঠে ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন মেসার্স জাওয়াদ এন্টারপ্রাইজ ও স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন।

সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরুর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বনকুমার শীব, আবুদল কাইয়ুম, রুহুল আমিন, ওমর ফারুক প্রমূখ।

আর পড়তে পারেন