শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩০, ২০১৮
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ প্রচারের লক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মেলা, সাংস্কতিক অনুষ্ঠান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজন মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

সহকাফা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মেহবুব রায়হান এসময় বিশেষ অতিথি ছিলেন, সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য খায়রুল আলম সাধন, কুমিল্লা শিক্ষ অদিধপ্তর উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলীনুর মোহাম্মদ বসীর আহাম্মদ।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু মূছা, বনকুমার শীব, আবুল হাশেম, সফিকুল ইসলাম, শাহজাহান বিএসসি, কাইয়ুম ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, শিক্ষা অফিসার ইকবাল মনসুর, পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা শাখা ব্যবস্থাপক আফজালের রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহাম্মেদ নাহিদ, যুবলীগ নেতা আহসান হাবিব শামিম, বাঙ্গরাবাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম, ইউপি সদস্য শাহেদুল হক সুজন।

আলোচনা শেষে উপজেলার বিভিন্ন স্থানে নির্মিত ও নির্মিতব্য ভবন ও ব্রীজের শুভ উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। বিকেল ৪টায় আমন্ত্রিত শিল্পিদের অংশগ্রহণে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

আর পড়তে পারেন