শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনা নদী প্রকল্প ” বাস্তবায়নে স্থানীয়দের নিয়ে কর্মশালা

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৬, ২০১৮
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:
কুমিল্লার মেঘনা উপজেলায় রাজধানী বাসীর বিশুদ্ধ পানির চাহিদা পুরনের লক্ষে” মেঘনা নদী প্রকল্প” বাস্তবায়নে স্থানীয়দের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার উপজেলা হলরুমে strengthening monitoring and Enforcement in the meghna River for Dhaka ‘s Sustainable Water supply. নামে প্রকল্পের স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকদের নিয়ে কর্মশালা টি হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান আ: সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন।এ বিষয়ে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেনপ্রকল্প পরিচারক মোঃ মোস্তাফিজুর রহমান, কনসালটেন্ট ড. মনোয়ার হোসেন। বক্তারা বলেন, মেঘনা ব্রিজ থেকে ভৈরব ব্রিজ পর্যন্ত ৭১ কি: মি : নদী কে এ

প্রকল্পের আওতায় আনা হয়েছে, এ সিমানার মধ্যে নদীর পূর্ব দিকে ১০ টি কলকারখানা ও পশ্চিম দিকে ৩টি কল কারখানার বর্জ নদীতে পরে পানি দূষন করছে। ৫ টি কারখানা দিয়ে মাঝারী দূষন হচ্ছে। কিভাবে মেঘনা নদীকে দূষন মুক্ত রাখা যায় ও সাধারন জনগন কে এ বিষয়ে সচেতন করে তোলার বিষয়ে উপস্থিত জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এ এস এম মুসা, ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য,
শিক্ষক, সাংবাদিক বৃন্দ।

আর পড়তে পারেন