শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ময়নামতি জাদুঘরে ৭শ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের সূর্য মূর্তি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২২, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ
কুমিল্লার কোটবাড়ি ময়নামতি জাদুঘরের প্রদর্শনীতে যোগ হলো ১১ শতক পূর্বের কষ্টি পাথরের বিশাল আকৃতির সূর্য মূর্তি। গত বছর নোয়াখালীর সোনাইমূড়ি উপজেলার একটি গ্রাম থেকে সূর্য মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির পরিমাণ ১.৯৫ মিটার দৈর্ঘ এবং প্রস্থ .৮০ মিটার। যার ওজন প্রায় ২৭ (সাতাশ) মন। মূর্তিটির আনুমানিক মূল্য ৭০০ কোটি টাকারও বেশি। এমনটি জানিয়েছেন কুমিল্লা ময়নামতি জাদুঘর কর্তৃপক্ষ।

কুমিল্লা কোটবাড়ি ময়নামতি জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান জানান, গত বছরের মাঝামাঝি সময়ে নোয়াখালী সোনাইমূড়ি জয়াগ ইউনিয়নের বাওরকোর্ট গ্রামের একটি বাড়ি থেকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মাটির নিচ থেকে কালো পাথরের মূর্তিটি উদ্ধার করেন। দীর্ঘদিন যাবত বিশাল আকারের মূর্তিটি সোনাইমুড়ি থানায় পড়ে ছিলো। গত কিছুদিন আগে এটি কুমিল্লা ময়নামতি জাদুঘরের কাছে হস্তান্তর করেন তারা।

কুমিল্লা কোটবাড়ি ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান ড.আহমেদ আবদুল্লাহ বলেন, কালো পাথরের মূর্তিটি দর্শনার্থীদের কাছে কষ্টি পাথরের নামে পরিচিত। ধারণা করা হচ্ছে মূর্তিটি ১১ শতকের আগের।

আর পড়তে পারেন